পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কালীগঞ্জে ডাস্টবিন বিতরণ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য শহর গড়তে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভা এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) পৌর কর্তৃপক্ষ শহরের গুরুত্বপূর্ণ ১৩টি স্থানে ১৬টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করে।

এই উদ্যোগের ফলে পৌরবাসী এখন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারবে, যা পরিবেশ দূষণ হ্রাসে সহায়ক হবে।

এর আগে শহরের বিভিন্ন স্থানে নির্ধারিত ময়লা ফেলার জায়গা না থাকায় যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা ছিল।

ফলে পরিবেশ নোংরা হয়ে দুর্গন্ধ ছড়াত, যা পৌরবাসীর জন্য ছিল দুঃখজনক ও অস্বস্তিকর। নতুন ডাস্টবিন বসানোর ফলে এ পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

৫নং ওয়ার্ডের বাসিন্দা মাহমুদ হোসেন বলেন, “আগে আমাদের ময়লা ফেলার সুনির্দিষ্ট স্থান ছিল না। এখন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারার সুযোগ তৈরি হয়েছে, এতে করে শহর পরিষ্কার থাকবে।”

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার দেদারুল আলম এ বিষয়ে জানান, “পরিচ্ছন্ন শহর গড়তে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে অল্প কিছু স্থানে ডাস্টবিন স্থাপন করা হলেও ভবিষ্যতে পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম বিস্তৃত করা হবে।”

তিনি আরও বলেন, “পৌরসভার পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন মেনে চলার আহ্বান জানাই।”

এই উদ্যোগ পৌরবাসীর জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

পৌরসভার এই উদ্যোগ শহরের সৌন্দর্য ও স্বাস্থ্যসচেতন পরিবেশ গঠনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *