গঞ্জের খবর ডেস্ক:-
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার লোহাপট্টি এলাকায় অবস্থিত“মেঘলা আকাশ প্রতিবন্ধী বিদ্যালয়, এতিমখানা ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা”-
তে দুইদিনব্যাপী একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় এক আনন্দঘন পরিবেশে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম তারিক-উজ-জামান।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক মাজেদা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা ও সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী।
এই দুইদিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন ধরনের থেরাপি ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. মোঃ শামিম হোসেন ও থেরাপি সহকারী উজ্জ্বল হোসেন রোগীদের সেবা দিচ্ছেন।
এছাড়াও ঝিনাইদহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অডিওমেট্রিশিয়ান ঝংকার আলী ও
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চিকিৎসাসেবার মধ্যে রয়েছে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি,
স্ট্রোক ও প্যারালাইসিস থেরাপি, মেরুদণ্ড, কোমর, ঘাড় ও হাড়ের ব্যথার চিকিৎসা, এবং হাত-পা অবশ হয়ে যাওয়া বা ঝিনঝিনে অনুভূতির চিকিৎসা।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সোমবার এই মেডিক্যাল ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হবে।