কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ সবজি বিক্রেতার ভ্যানে চাপা পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের  কোটচাঁদপুর  পৌর  এলাকার স্টেশনপাড়ায় ভ্রাম্যমাণ সবজি বিক্রেতার রাস্তায় রাখা ব্যাটারিচালিত ভ্যানে চাপা পড়ে আল ফারাবী সুজন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুয়েছে।

রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই এলাকার বাসিন্দা শেখ শামীম হোসেনের একমাত্র সন্তান বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, এক ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা তার ব্যাটারিচালিত ভ্যানটি রাস্তার পাশে রেখে পার্শ্ববর্তী একটি বাড়িতে সবজি পৌঁছে দিতে যান।

এ সময় শিশু আল ফারাবী খেলার ছলে ভ্যানে উঠে পড়ে এবং অসাবধানতাবশত ভ্যানটি চালু হয়ে যায়।

চালু অবস্থায় ভ্যানটি সামনের দিকে চলতে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শিশুটির অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক নিরাপত্তা এবং জনসচেতনতার অভাবে এ ধরনের দুর্ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *