জীবননগর পাথিলায়  পিতা-পুত্রকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ, ইউপি সদস্যসহ অভিযুক্ত ৬

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা গ্রামে পিতা-পুত্রকে মারধর করে নগদ টাকা ও

স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয় ইউপি সদস্যও রয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ মে) সকাল ৬টার দিকে পাথিলা গ্রামের মাঝের পাড়ায়। আহতরা হলেন– ওই গ্রামের দবির উদ্দিন শেখের ছেলে

সাইদুর রহমান (৬৮) ও তার ছেলে জনি (৩৪)। বর্তমানে তারা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত সাইদুর রহমান জানান, গরু কেনার উদ্দেশ্যে গত সোমবার তিনি ব্যাংক থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উত্তোলন করেন,

যা বাড়িতেই রাখা ছিল। মঙ্গলবার সকালে একই গ্রামের মিনাল শেখের ছেলে হাসমত (৩৫), আবুল হোসেনের ছেলে বাচ্চু (৩৮), মহাশেখের ছেলে কোরবান (৪৫),

মইজুদ্দিনের ছেলে রাজ্জাক (৫৫), রাজ্জাকের ছেলে বাঁকা ইউনিয়ন পরিষদের মেম্বার আশরাফ আলী (৩৮) এবং মহসিনের ছেলে মিনাল (৫৫) তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক টাকা দাবি করে।

তিনি আরও বলেন, “আমি টাকা দিতে অস্বীকার করলে তারা দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে আমাকে এলোপাথাড়ি কোপাতে থাকে।

চিৎকার শুনে আমার ছেলে জনি আমাকে বাঁচাতে এলে তাকেও মারধর করে। এরপর তারা ১ লাখ ৬২ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়।”

তবে অভিযুক্ত ইউপি সদস্য আশরাফুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “টাকা ছিনতাইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

সোমবার সাগর, জনি ও হাসমতের সঙ্গে এক ঘটনার জেরে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধানে আমি মধ্যস্থতা করতে গেলে জনিসহ কয়েকজন আমার ওপর হামলা করে।

পরদিন সকালে আমাদের লোকজন বিষয়টি জানতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।”

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি।

তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এ ঘটনার পর পাথিলা গ্রামের মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই ঘটনা তদন্তে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *