ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার দুটি পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবারদু পুরে সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের বাসিন্দা ওলিয়ার রহমান (৪৫) এবং গান্না ইউনিয়নের চন্ডিপুর

গ্রামের মিরাজুল হোসেন (৩৫)। দুজনই মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মারা যান।

স্বজনদের বরাতে জানা যায়, ওলিয়ার রহমান দুপুরে নিজ গ্রামে ধান গোছানোর কাজ

করছিলেন।হঠাৎ বজ্রপাত হলে তিনি মাঠেই পড়ে যান। দীর্ঘসময় বাড়ি না ফেরায় পরিবারের

লোকজন খোঁজ করতে গিয়ে তাকে মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মিরাজুল হোসেন কয়েকজন কৃষকের সঙ্গে মরিচক্ষেতে নিড়ানির কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি জমির পাশে ড্রেনের

মধ্যে পড়ে যান। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া বলেন,

“ওলিয়ার রহমান মাঠে ধানের কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে ছুটে যাই এবং আইনগত প্রক্রিয়ার বিষয়ে খোঁজখবর নেই।”

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *