আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ সদর উপজেলায় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটি বিডি)-এর তামাক ক্রয় কেন্দ্রে এক কৃষককে মারধরের অভিযোগ
উঠেছে। দাবি করা হচ্ছে, তামাকের ন্যায্য মূল্য চাওয়ায় ওই কৃষকের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার বিএটি বিডি’র ২ নম্বর ক্রয় সেডে।
ভুক্তভোগী কৃষক মেহেরাব হুসাইন রিফাত, যিনি তার পিতা রিপন হোসেনের সঙ্গে তামাক বিক্রির উদ্দেশ্যে ক্রয় কেন্দ্রে যান।
রিফাতের পিতার অভিযোগ, “আমরা আমাদের উৎপাদিত তামাকের ন্যায্য দাম চাইলে কোম্পানির লোকজন আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
তারা দাবি করে তামাকের মান খারাপ, অথচ আমাদের তামাকের প্রকৃত মূল্য ২৩৮ টাকা প্রতি কেজি হওয়া সত্ত্বেও তারা ১৬০ টাকা দিতে চায়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে ক্রয় সেডের কয়েকজন শ্রমিক রিফাতের ওপর চড়াও হন এবং তাকে বেধড়ক মারধর করেন।
ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীরা তখন নিরব ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় আরও এক কৃষক বিল্লাল হোসেন ঘটনাটি ভিডিও করার চেষ্টা করলে তাকেও মারধরের হুমকি দেওয়া হয় এবং পরে তার মোবাইল থেকে ভিডিও মুছে ফেলা হয় বলে তিনি দাবি করেন।
স্থানীয় কৃষকদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কৃষকরা সারাদিন পরিশ্রম করে ফসল ফলায়,
আর যখন ন্যায্য মূল্য দাবি করে তখন তাদের এভাবে নির্যাতনের শিকার হতে হয়—এটা মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে জানতে চাইলে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের ঝিনাইদহ এলাকার এরিয়া ম্যানেজার নওরোজ রেজা বলেন, “তেমন কিছু ঘটেনি, এটি ছিলো একটি ভুল বোঝাবুঝির ঘটনা।”
এদিকে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,
“আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষকরা ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।