জীবননগর – হাসাদহ সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের একজন নিহত, আহত চারজন

জীবননগর অফিস:_

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাট বোঝাই একটি ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের একজন নিহত ও চারজন

গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাথী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ফুশিয়ার রহমান মন্ডল (৭৫), তিনি জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের মসজিদপাড়ার বাসিন্দা ও মৃত এরাদ আলী

মন্ডলের ছেলে। দুর্ঘটনায় তাঁর তিন মেয়ে ও এক নাতি গুরুতর আহত হন।

আহতরা হলেন—ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের ফজের আলীর স্ত্রী শান্তহার বেগম(৫০),কালীগঞ্জ উপজেলার

সাতমাইল গ্রামের বাবলু মিয়ার স্ত্রী সোনাহারা খাতুন  (৪৫),কোটচাঁদপুর উপজেলার পৌর

শহরের মাদ্রাসাপাড়ার আব্দুল জব্বারের স্ত্রী লিমা খাতুন (৩০), এবং ছেল নিরব হোসেন (১০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুশিয়ার রহমান তাঁর তিন মেয়ে মি এক নাতিকে নিয়ে

ইজিবাইকে করে জীবননগর থেকে কোটচাঁদপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে সাথী অটো রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক

থেকে আসা একটি পাট বোঝাই ট্রাক (রাব্বি এন্টারপ্রাইজ, নম্বর: চুয়াডাঙ্গা ট ১১-০২৬২) গাছের ডাল এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের উপর উঠে পড়ে।

এতে ইজিবাইকে থাকা সবাই আহত হন। গুরুতর আহত অবস্থায় ফুশিয়ার রহমান ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, “দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনে।

ট্রাক ও ইজিবাইক থানার হেফাজতে নেওয়া হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *