আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সাইমা খাতুন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ মে) সকালে সদর উপজেলার আড়মুখী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমা ওই গ্রামের সাইফুল ইসলামের কন্যা এবং আড়মুখী দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা সাইমা খাতুন বাড়ির সামনে একটি দোকানে বিস্কুট কিনতে গিয়েছিল।
এসময় রাস্তা পার হওয়ার মুহূর্তে কালীগঞ্জ থেকে নলডাঙ্গাগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়া শিশুটিকে মুহূর্তেই চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় যানবাহনটি।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটি ইজিবাইকের ধাক্কায় সড়কে পড়ে গেলে পরে সেটির চাকায় পিষ্ট হয়।
আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। তবে এখনও পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের দাবি, এমন দুর্ঘটনা প্রতিরোধে এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা ও যান চলাচলে কঠোর নজরদারির প্রয়োজন।