আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি;-“
প্রকৃত সত্য এই যে, আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী”
পবিত্র কুরআনের এই আয়াতকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নির্বাচনী দায়িত্বশীলস মাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার দোড়া ইউনিয়নের দয়ারামপুর আলিম মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রাজ্জাক খাঁন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুস সামাদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা নায়েবে আমীর আব্দুল আলীম।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর দেখানো পথ
অনুসরণ করে দেশে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য, কোটচাঁদপুর-মহেশপুর অঞ্চলের
গণমানুষের নেতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
তিনি নির্বাচনী প্রক্রিয়া, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালীকরণ এবং জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি এবং সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই।
এছাড়া বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম এবং কোটচাঁদপুর পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি সিয়াম আহমেদ।
সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নির্বাচনী দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
তারা আসন্ন নির্বাচনে সংগঠনের সাংগঠনিক কৌশল, প্রচার কার্যক্রম এবং জনগণের সঙ্গে যোগাযোগ জোরদার করার বিষয়ে আলোচনা করেন।