ঝিনাইদহের দিঘিরপাড়ে সহিংসতার পর অর্ধশতাধিক পরিবার বাড়িছাড়া, লুটপাট-ভাঙচুরে অস্থির পরিস্থিতি

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে চরম উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

সম্প্রতি সংঘর্ষে দু’জন নিহত হওয়ার পর থেকে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। প্রতিশোধের আশঙ্কায় ও গ্রেফতার আতঙ্কে অন্তত অর্ধশতাধিক পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, সংঘর্ষের পর প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে নিরীহ পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করছে।

ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, আসবাবপত্র ও গৃহস্থালী সামগ্রী ছিনিয়ে নেওয়া হচ্ছে। এমনকি গরু, ছাগলের মতো গৃহপালিত পশুও জোরপূর্বক নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগীদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নয়।

তারা জানান, হামলায় নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও তাদের অনুসারীরা।

ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে কয়েকজনের নামও তাঁরা উল্লেখ করেছেন, তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে দিঘিরপাড় গ্রামে অর্ধশতাধিক পরিবার নারী ও শিশু নিয়ে আত্মগোপনে চলে গেছে।

ঘরবাড়ি ফাঁকা থাকায় সেখানে লুটপাট ও ভাঙচুরের ঘটনা বেড়েই চলেছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

যে কোনো ধরনের ভাঙচুর বা লুটপাট রোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

গ্রামের মানুষ এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে।

নিরাপত্তা ও বিচার নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *