মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে নারী-শিশুসহ ১৭ জন আটক

রিমন হোসেন, মহেশপুর প্রতিনিধি:-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খালিশপুরে অবস্থিত ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গত শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে ৬ জন (নারী ও শিশু), খোলাশপুর সীমান্ত থেকে ৩ জন এবং পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়।

আটককৃতরা খুলনা, মাদারীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

“আটককৃতরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক অসচ্ছলতা, কর্মসংস্থানের অভাব এবং মানবপাচার চক্রের ফাঁদে পড়ে অনেকেই সীমান্ত পথে ঝুঁকিপূর্ণভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা বাড়ানো এ ধরনের কর্মকাণ্ড রোধে সহায়ক হবে বলে তারা মনে করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *