জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে অনুপ্রবেশকারী ১৪ বাংলাদেশী নাগরিক আটক

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার  জীবননগর  সীমান্ত  পথ দিয়ে  ভারত থেকে  অবৈধ  ভাবে সীমান্ত  পারাপারের  সময় ১৪ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি আটক করেন। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

বিজিবি সুত্র জানায়,রোববার ভোর সাড়ে ৪ টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা দিয়ে অবৈধ পথে বিনা পাসপোর্টে ভারত থেকে ১৪ জন বাংলাদেশে অনুপ্রবেশ করা কালে জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে আটক করেন। আটককৃতরা সকলেই বাংলাদেশী নাগরিক।

আটককৃতরা হচ্ছে-বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ঘাটবিল গ্রামের শাহাদত কাজির ছেলে হাসান কাজি(৩৮),মৃত মোশারফ কাজির স্ত্রী সেলিনা বেগম(৩৬),হাসান কাজির ছেলে সালমান কাজি(১৪) ও সাকিব কাজি(১২),যশোর জেলার শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সীর ছেলে ইউনুস আলী(৩৬),বহিলাপোতা গ্রামের চান মিয়ার ছেলে হোসেন

আলী(৪৯),মৃত জহির উদ্দিনের ছেলে আজিজুর রহমান(২৬),বহিলাপোতা গ্রামের ইসমাইল মোল্যার ছেলে দেলোয়ার হোসেন(৩৮),বাঘারপাড়া উপজেলার কলসি গ্রামের  মৃত আহম্মদ সরদারের মেয়ে আদুরি খাতুন(২৭),

শার্শা উপজেলার ঘীবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল হোসেন(১৮),খুলনার কয়রা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোক্তার আলী গাজির মেয়ে নাজমা খাতুন(৩৬),নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ওয়াসেকপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে ইলিয়াস হোসেন(৩৭),

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার হাতিরখোদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইউসুফ নবী(২৬) এবং যশোর জেলার সদর উপজেলার চাচড়া গ্রামের তবিবুর রহমান জাহিদুর রহমান(৫০)। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানান,তারা গত ৬ মাস আগে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভাল কাজের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আটককৃতদেরকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *