জীবননগর অফিস:-
২০২৫-২০২৬ অর্থবছরের জন্য জীবননগর উপজেলা পরিষদের বার্ষিক উন্মুক্ত বাজেটসভা সোমবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন হোসেন সভায় সভাপতিত্বকরেন এবং
আনুষ্ঠানিক ভাবে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।ঘোষিত বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ৭ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৭১১ টাকা।
এরমধ্যে রাজস্ব বাজেট নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৭১১ টাকাএবং উন্নয়ন বাজেট ৪ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওপৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা,
জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,সমাজসেবা কর্মকর্তা জাকির
উদ্দিন মোড়ল, সমবায় কর্মকর্তা নূর আলম, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন,
হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস,
আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, এবংউথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু।
অনুষ্ঠিত বাজেট ঘোষনা অধিবেশনে,এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরেরকর্মকর্তা, ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত
প্রশাসক,জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায়উপস্থিত বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনকল্যাণে বাজেটবাস্তবায়নের আহ্বান জানান।