ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০ বাড়িঘরে ভাঙচুর

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।রোববার বিকেলে উপজেলার সারুটিয়া গ্রামে এ সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

একই সঙ্গে ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকটি বাড়িঘরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারুটিয়া গ্রামের জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম ও জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম আলাল

বিশ্বাসের ভাই মাহবুব হোসেন—দু’জনই শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য নওয়াব আলী লস্করের সমর্থক।

রোববার  সকালে  নজরুল  ইসলাম  ও মাহবুব হোসেনের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে মারামারির ঘটনা ঘটে।

এরই জের ধরে বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন এবং কয়েকটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

সংবাদ পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *