মহেশপুর প্রতিনিধি:-
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য আজ আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি, জি+, এবং মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
এছাড়াও অনুষ্ঠানে ঝিনাইদহ ও চুয়াডাংগা জেলার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময়কালে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদক হচ্ছে- ফেন্সিডিল– ২৫,৮১৩ বোতল,ভারতীয় মদ: ৩৮,৯৮০ বোতল,গাঁজা: ১৩০.৯৫১ কেজি,ইয়াবা ট্যাবলেট: ৬৫,৯৭৪
পিস,হেরোইন: ৩৬.৭৯১ কেজি,কোকেন: ৭৮.৯৪০ কেজি, ক্রিস্টাল মেথ (আইস): ৬.২৯৯ কেজি,এলএসডি: ২৯ বোতল,ভায়াগ্রা ট্যাবলেট: ২১,৩১৬ পিস,ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৩,০৭০
পিস,ভারতীয় ঔষধ: ৯,৮৪৫ পিস,বাংলাদেশি ওষুধ: ৯,৯৬০ পিস । উক্ত মাদকদ্রব্য এবং ওষুধের বাজার মূল্য প্রায় ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা।
বিজিবি’র এই অভিযান মাদক বিরোধী চলমান কার্যক্রমের একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকা দিয়ে মাদক প্রবেশ রোধে তারা সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বজায় রেখেছে এবং মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।