আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
যশোরের চুড়ামনকাটি ইউনিয়নে একদিনেই দুই প্রাণহানির মর্মান্তিক ঘটনায় শোকাচ্ছন্ন পুরো এলাকা। ইজিবাইক চালক ডাবলুর রহস্যজনক
খুনের রক্তমাখা ক্ষত শুকাতে না শুকাতেই সেই লাশ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন কলেজ ছাত্র আসিফ হোসেন (১৭)।
নিহত আসিফ হোসেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউশনের প্রথম বর্ষের ছাত্র এবং ঝাউদিয়া গ্রামের প্রবাসী মেহের আলীর একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, খুন হওয়া ডাবলুর লাশ দেখতে যশোর সদর হাসপাতালে যাচ্ছিলেন
আসিফ। দুপুরের দিকে পালবাড়ি মোড়ে পৌঁছালে একটি দ্রুতগতির বিপরীতমুখী ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, একই দিনে স্থানীয় ইজিবাইক চালক ডাবলুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যু ঘিরে এলাকাজুড়ে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
একদিনে দুই তরতাজা প্রাণ হারানোয় গোটা এলাকাবাসী বাকরুদ্ধ। একদিকে খুন, অন্যদিকে দুর্ঘটনা—দু’টি অকাল মৃত্যু যেন শোকের ঢেউয়ে আছড়ে পড়েছে গ্রামে।
এখন একই সাথে খোড়া হচ্ছে দুটি কবর একটি খুনের শিকার ডাবলুর জন্য, অন্যটি তার লাশ দেখতে গিয়ে প্রাণ হারানো আসিফের জন্য।
এই হৃদয়বিদারক ঘটনায় গোটা চুড়ামনকাটি ইউনিয়নে নেমে এসেছে বিষাদের ছায়া।
এলাকাবাসীর চোখে জল আর মুখে একটাই প্রশ্ন এই শোক কোথায় রাখি?