গঞ্জেরখবর ডেস্ক:-
দেশের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ
করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক বিবৃতিতে তিনি বলেন, “যে সরকার জনগণের জানমাল রক্ষায় ব্যর্থ,
তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। নাগরিকদের জীবন, সম্পদ ও মর্যাদার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।”
তিনি বলেন, “বর্তমানে দেশে অপরাধ প্রবণতা যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গণমাধ্যমে প্রকাশিত
খবর অনুযায়ী, আজ সকাল ১০টায় রাজধানীর মিরপুর জাতীয় সুইমিংপুল কমপ্লেক্স এলাকায় এক
ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
এর আগের দিন বাড্ডার গুদারাঘাট এলাকায় একইভাবে আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।”
জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন,”সন্ত্রাসীরা শুধু গলিপথে নয়, এখন প্রকাশ্য দিবালোকে
মেইন রোডেও অপরাধ সংঘটন করছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘর থেকে বের হলে ঘরে ফেরার নিশ্চয়তা নেই –
এমন আতঙ্কজনক অবস্থা কোনো সভ্য সমাজে কাম্য নয়।”
তিনি অভিযোগ করে বলেন, “সরকার
একাধিকবার আশ্বাস দিলেও বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। বরং মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। এই অবস্থার দ্রুত অবসান প্রয়োজন।”
গোলাম মোহাম্মদ কাদের সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান
জানিয়ে বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে
হবে। নাগরিকদের ভীতি ও আতঙ্কমুক্ত জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।”
তিনি এ বিষয়ে সরকারের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।