ঝিনাইদহে জামায়াত নেতা খালাস পাওয়ায় ল’ইয়ার্স কাউন্সিলের শুকরিয়া মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি:

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগ থেকে খালাস পাওয়ায় শুকরিয়া মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স

কাউন্সিলের ঝিনাইদহ জেলা শাখা। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা আদালত চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুকরিয়া মিছিল শেষে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল ঝিনাইদহ

জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুজ্জামান, ঝিনাইদহ জেলা আইনজীবী

সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রশীদ বিশ্বাস, ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের

সদস্য মো. আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার হোসেন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট

মোশাররফ হোসেন, মো. ইহসান উল্লাহ, মোর্শেদ ইমাম বাবু, মো. জাহিদুল ইসলামসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রহসনমূলক।

তারা অভিযোগ করেন, পূর্বের ফ্যাসিবাদী সরকার উদ্দেশ্যমূলকভাবে এই মামলা করে নির্যাতন

চালিয়েছে। তবে সর্বোচ্চ আদালতের ন্যায়বিচার ও স্বাধীন সিদ্ধান্তের মাধ্যমে এই খালাস প্রমাণ

করেছে সত্যের জয় হয় অবশেষে। এসময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়।

সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে বিপুলসংখ্যক আইনজীবী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *