ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:_

ঝিনাইদহ  সদর  উপজেলার  নলডাঙ্গা  বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী।

বাজার মনিটরিং ও জনস্বার্থে পরিচালিত এ অভিযানে একটি মুদি দোকান ও লস্কার

ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী আর্থিক জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য

নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ এবং মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ পণ্য বাজার থেকে অপসারণের লক্ষ্যে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে প্রশাসনকে সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *