মহেশপুর সমাজসেবা কার্যালয়ের সামনে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে সেবাগ্রহীতারা ড্রেনেজ ব্যবস্থার অভাবেই প্রতি বর্ষায় নাকাল সাধারণ মানুষ

আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাঁটুসমান জলাবদ্ধতা।

ফলে সরকারি নানা সেবা নিতে আসা নারী, বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বর্ষা মৌসুমের সামান্য বৃষ্টিতেই অফিস চত্বরের সামনে জমে থাকে পানি।

ড্রেনেজের উপযুক্ত ব্যবস্থা না থাকায় এসব পানি দ্রুত সরতে না পেরে সৃষ্টি করছে জলাবদ্ধতা। পানির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সেবাগ্রহীতার

কাপড় ভিজে যাচ্ছে, পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। অফিসে প্রবেশ করতে হচ্ছে পানি ও কাদা মাড়িয়ে।

সেবা নিতে আসা শহিদুল ইসলাম নামে এক প্রবীণ ব্যক্তি জানান, “বয়সের কারণে চলাফেরা করতেই কষ্ট হয়। তার উপর হাঁটু পানি ডিঙিয়ে অফিসে প্রবেশ করতে গিয়ে ভোগান্তির মাত্রা বেড়েছে।”

একই অভিজ্ঞতার কথা জানান আফরিনা আক্তার নামের এক নারী। তিনি বলেন, “ভাতার কাগজ জমা

দিতে এসে দেখি চারদিকে কাদা আর পানি। কাপড় ভিজে গেছে, চলাফেরাও কঠিন হয়ে পড়েছে।”

সেবাগ্রহীতারা অভিযোগ করেন, প্রতিবছর বর্ষা মৌসুমে একই চিত্র দেখা গেলেও এখনও পর্যন্ত

কখনো স্থায়ী সমাধান নেয়া হয়নি। কর্তৃপক্ষ সমস্যাটি জানলেও বাস্তবসম্মত পদক্ষেপের অভাবেই দুর্ভোগ পিছু ছাড়ছে না সাধারণ মানুষের।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, “জলাবদ্ধতার বিষয়টি আমরা জানি এবং ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে

যোগাযোগ করেছি। দ্রুত সমাধানের জন্য পৌরসভাকে অনুরোধ জানানো হয়েছে।”

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মহেশপুরের প্রকৌশলী খালিদ হাসান

জানান, “এ এলাকার ড্রেনেজ সমস্যাটি চিহ্নিত করা হয়েছে। বাজেট অনুমোদন পেলেই প্রয়োজনীয় কাজ শুরু করা হবে।”

স্থানীয়দের দাবি, সমাজসেবা অফিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান।

সেখানে ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ

করা উচিত। অন্যথায়, প্রতিবছরের মতো এবারও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *