আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কৃষিতে ব্যবহৃত ভেজাল পিজিআর (প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর)
পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার নারিকেল হাট এলাকার
‘জালাল ট্রেডার্স’ নামক একটি সার ও কীটনাশক বিক্রয় কেন্দ্রে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্লোবাল কোম্পানি লিমিটেডের উৎপাদিত ২৩ কার্টুন ভেজাল পিজিআর জব্দ করা
হয়, যার মধ্যে ছিল ১৩৮ বোতল ভিটামিন জাতীয় পণ্য। এগুলো ধান, পেঁয়াজসহ বিভিন্ন ফসলের বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে আসছিল।
অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) সিরাজুস সালেহীন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
কর্মকর্তারা জানান, কৃষি বিভাগের চলমান পরীক্ষায় সারাদেশে কৃষি উপযোগী ২০টি
পিজিআর পণ্যের মধ্যে ভেজাল উপাদান থাকার প্রমাণ মিলেছে। এর মধ্যে গ্লোবাল কোম্পানির পণ্যটিও রয়েছে।
জব্দকৃত ভেজাল পণ্যগুলো বিকেলে পৌরসভার পিছনে নির্ধারিত স্থানে গর্ত করে ধ্বংস করা হয়।
কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকের স্বার্থরক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।