বিশেষ প্রতিনিধি :-
খুলনার খালিশপুর থানার সমাজসেবক বাইজিদ ইসলামের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
সোমবার মাগরিব বাদ নগরীর ডাকবাংলাস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ নাজমুল কবীর সাদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক
আবদুল্লাহ আল মামুন। নতুন নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি
তৈয়মুর হোসেন শাহীন, শাহ মোহাম্মদ লায়েক উল্লাহ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও নগর জাতীয় যুব সংহতির আহ্বায়ক শেখ তোবারেক
হোসেন তপু, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক ও খালিশপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাক হাওলাদার,
মহানগর সহ-সাধারণ সম্পাদক প্রিন্স হোসেন কালু, গাজী খোকন, মোঃ মনিরুজ্জামান মনির,
মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এজাজ
আহম্মেদ, যুগ্ম প্রচার সম্পাদক অপূর্ব দত্ত নেকু, দপ্তর সম্পাদক মাজাহার জোয়াদ্দার পান, যুগ্ম
দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, সদর থানা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তফা কামাল রিপন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব
কামরুজ্জামান রজব, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ হাওলাদার, খালিশপুর থানা জাতীয় পার্টির সহ-
সভাপতি এম এ কামাল, মহানগর জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব সেলিনা আক্তার ইরানি,
জাতীয় শ্রমিক পার্টির প্রস্তাবিত আহ্বায়ক শামিম আরা পারভিন, যুগ্ম আহ্বায়ক বাবুল হাসান রাজু প্রমুখ।
নতুনভাবে দলে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোঃ সুমন, মোঃ আরিফ
হোসেন, মোঃ রনি, মোঃ জাকির হোসেন, আব্দুল আহাদ, মুন্সি ইউনুস, মোঃ জুয়েল প্রমুখ।
নেতারা তাদের বক্তব্যে বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করে আগামী দিনগুলোতে
নসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন। নতুন নেতাকর্মীদের আগমনে দলটি নতুন
প্রাণশক্তি লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।