আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিবেদক:-
ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান
সুবিধা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
শনিবার (১৪ জুন) সকাল ১০টায় সদর
হাসপাতালের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে ব্যানার-
ফেস্টুন নিয়ে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক
সংগঠক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর
রহমানের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী
আবুল বাশার, প্রফেসর ডা. এ কে এম কামাল, প্রফেসর ড. আব্দুল মতিন, উপদেষ্টা ও শিল্পপতি
ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, উপদেষ্টা ডা. মো. শফিউল আলম সোহাগ, অর্থোপেডিক বিশেষজ্ঞ
ডা. মোয়াজ্জেম হোসেন দিপু, ডা. মেহেদী ইসলাম টিটো,
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সহ-সভাপতি এম এ কুদ্দুস, মো. আব্দুস
সবুর, আবু সালেহ মো. মুসা, সাব্বির আহমেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না,
ফারুক হোসেন, সুরভী রেজা ও রেল আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, ঝিনাইদহ জেলায় প্রায় ২০ লাখ মানুষের বসবাস।
অথচ আধুনিক চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতার কারণে জটিল রোগে আক্রান্ত রোগীদের যশোর,
ফরিদপুর কিংবা রাজধানী ঢাকায় পাঠাতে হয়। এতে রোগীর স্বাস্থ্যের ঝুঁকি যেমন বাড়ে, তেমনি সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপও তৈরি হয়।
তারা আরও বলেন, একটি জেলা সদর হাসপাতাল হওয়া সত্ত্বেও ঝিনাইদহ সদর হাসপাতালে এখন পর্যন্ত আইসিইউ,
সিসিইউ, ডায়ালাইসিস, এমআরআই কিংবা সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সুবিধা নেই,যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার জানান, “আমরা চাই ঝিনাইদহের মানুষ
যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিজের জেলাতেই পায়। ফরিদপুর বা ঢাকায় ছুটে যেতে যেন না হয়।
আমাদের এই আন্দোলন জনস্বার্থে, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই দাবি।”
তিনি আরও বলেন, “সরকার যেন আমাদের ৫ দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং দ্রুত
বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে এটাই আমাদের প্রত্যাশা।