আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতরের টানা ১০ দিনের ছুটিতেও ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যসেবা অব্যাহত ছিল।
জেলার এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গর্ভবতী মা ও নবজাতকদের জন্য চালু ছিল ২৪
ঘণ্টার স্বাভাবিক প্রসব সেবা, গর্ভকালীন ও প্রসব পরবর্তী পরিচর্যা, শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা।
মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মাহবুবা আখতার তাবীয়া এবং মেডিকেল অফিসার
(এমসিএইচ-এফপি) ডা. সাদমান ফাহিম এর নেতৃত্বে ও তত্ত্বাবধানে সেবা প্রদান কার্যক্রম
পরিচালিত হয়। তাদের সমন্বয়ে দায়িত্বে নিয়োজিত পরিবার পরিকল্পনা পরিদর্শিকারা এই
সময়ের মধ্যে ১১ জন গর্ভবতী মায়ের সফলভাবে স্বাভাবিক প্রসব সম্পন্ন করেন।
এছাড়াও, ঈদের ছুটির মধ্যেও প্রতিদিন গর্ভবতী মায়েদের স্বাস্থ্যপরীক্ষা, নবজাতকদের সেবা,
এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও সহায়তা দেওয়া হয়। অনেক ক্ষেত্রে মোবাইল
ফোন ও টেলিফোনের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবাও সরবরাহ করা হয়।
সেবা গ্রহণকারী আকলিমা খাতুন জানান,
“আমরা গরিব মানুষ, বড় বড় শহরের ডাক্তার
দেখানোর সামর্থ্য নেই। ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাক্তার স্যার আর ম্যাডামরা
আমাদের খুব আন্তরিকভাবে দেখেন। আমি এখানকার সেবায় খুবই সন্তুষ্ট।”
এ ধরনের মানবিক ও সেবামূলক উদ্যোগ ঝিনাইদহ জেলার স্বাস্থ্য খাতে একটি উদাহরণ
হয়ে উঠেছে। সরকারের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির পাশাপাশি মানুষের আস্থা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠান।