চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন গ্রেফতার, জীবননগর সীমান্তে ২ অনুপ্রবেশকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি সফল অভিযান চালিয়েছে।

জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায়

মাদক ও সীমান্ত অপরাধ নির্মূলে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এই ধারাবাহিকতায় ২৩ জুন

২০২৫ তারিখ সকালে চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত পুলিশ লাইন্স ক্যান্টিনের সামনে পাঁকা সড়কে

অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ

তোরগুল হাসান সোহাগ ও এএসআই (নিঃ) মোঃ আবু আল ইমরান। সঙ্গীয় ফোর্সসহ অভিযানে মোঃ আবুল

কালাম (৪৩), পিতা-মৃত ছন্নত শেখ, সাং-দূর্গাপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা-কে আটক করা হয়।

তল্লাশি করে তার হেফাজত থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে একই দিনে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ জীবননগর বিওপি’র সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা নিয়মিত টহলের অংশ

হিসেবে অভিযান পরিচালনা করে।সীমান্ত পিলার ৬১/এমপি থেকে প্রায় ৩.৫ কিলোমিটার অভ্যন্তরে হরিপুর

গ্রামের পাকা রাস্তার ওপর থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ২ জন বাংলাদেশি পুরুষ নাগরিককে আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন-(১) নেপাল দাস (৪০), পিতা-মৃত সুগেন্দ্র, গ্রাম-দক্ষিণ পশ্চিম সৈয়দপুর, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম।
(২) শিশু পদ জল দাস (২০), পিতা-হরিপদ জল দাস, গ্রাম-দক্ষিণ শুল্যাকিয়াথা

না-হাতিয়া, জেলা-নোয়াখালী। আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশের পাশাপাশি বিজিবির এই ধারাবাহিক তৎপরতা সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ মাদক ও অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *