চৌগাছায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত, বাবা গুরুতর আহত জমি রেজিস্ট্রি করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

যশোরের চৌগাছায় জমি রেজিস্ট্রি করতে

যাওয়ার পথে বাসের চাপায় আফিয়া ইসলাম মৃধা (২২) নামে এক অনার্স শেষ বর্ষের ছাত্রী

ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার বাবা মহিদুল ইসলাম মৃধা। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে চৌগাছা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলার কংশারীপুর গ্রামের বাসিন্দা মহিদুল

ইসলাম মৃধা ও তার মেয়ে আফিয়া ইসলাম মৃধা হেঁটে চৌগাছা রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন।

উদ্দেশ্য ছিল জমি রেজিস্ট্রেশন সম্পন্ন করা।

তারা চৌগাছা বাজারের ব্রিজের কাছাকাছি পৌঁছালে মহেশপুর থেকে ছেড়ে আসা

‘চৌগাছা আগামী’ নামের একটি যাত্রীবাহী বাস তাদের পেছন দিক থেকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আফিয়া ইসলাম। আর তার বাবা গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে

পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত আফিয়া ইসলাম মৃধা কংশারীপুর গ্রামের বাসিন্দা এবং যশোর সরকারি এম এম কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মহিদুল ইসলাম কিছুদিন আগে একটি জমি কিনেছিলেন। আজ

সেই জমির রেজিস্ট্রি সম্পন্ন করতে তিনি মেয়েকে সঙ্গে নিয়ে রওনা দেন। কিন্তু ভাগ্যের নির্মম

পরিহাস—জমির দলিল হাতে পাওয়ার বদলে তাকে ফিরতে হলো মেয়ে আফিয়ার নিথর দেহ নিয়ে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী নিহতের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

চৌগাছা থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান,

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাপ্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *