জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া বাঙালপাড়ায় পারিবারিক বিরোধকেকেন্দ্র করে এক মারাত্মক হামলার ঘটনা ঘটেছে।
বাগানের বাঁশ কাটাকে কেন্দ্রকরে শুরু হওয়া বিরোধ পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
হামলায় একজন গুরুতরআহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সোমবার বিকাল
সাড়ে ৪ টারদিকে সংঘটিত হয়েছে। আহত ইসমাইল হোসেন জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্যভর্তি করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা যায়, সুটিয়া বাঙালপাড়ার বাসিন্দা মুন্তাজ আলীর ছেলেমনিরুল ইসলাম (২৭) লিখিত অভিযোগে জানান,জাহিদ হোসেন
(২৫), তাঁর মাজাহিনুর বেগম (৪০) এবং বাবা হাফিজুর রহমান (৫০), তার আপন ভাই, ভাবী ওভাইপো। তারা পূর্বপরিকল্পিত ভাবে এই হামলা
চালিয়েছে।মনিরুল ইসলাম জানান, তার মেজো ভাই ইসমাইল হোসেনের নিজস্ব বাগান
থেকেজোরপূর্বক বাঁশ কাটার প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে ২৩ জুনবিকাল সাড়ে ৪টার সময় প্রতিপক্ষরা একজোট হয়ে
ইসমাইল হোসেনের বাড়িতেঅনধিকার প্রবেশ করে। সেখানে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে,
খুনেরউদ্দেশ্যে তার ভাইকে বেধড়ক মারধর করে।অভিযোগে আরও বলা হয়, বিবাদী জাহিদ হোসেন হাতে থাকা বাঁশের লাঠি দিয়েইসমাইল হোসেনের
মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে ভুক্তভোগীমনিরুল ইসলাম ভাইকে রক্ষার
চেষ্টা করলে তাকেও ধাওয়া করে মারধরের চেষ্টাকরা হয়।স্থানীয়রা আহত ইসমাইল
হোসেনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার পর থেকে ভুক্তভোগী
পরিবারনিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধেআইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
করেছেনঅভিযোগকারী মোঃ মনিরুল ইসলাম।স্থানীয় সচেতন মহল ঘটনাটিকে পারিবারিক সীমানা বিরোধ থেকে সৃষ্টন্যাক্কারজনক সহিংসতা
হিসেবে দেখছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনাকরছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসব লেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ
পাওয়া গেছে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করাহবে।