জীবননগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০;টার দিকে  উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার, সন্ত্রাসবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এসব সমস্যার টেকসই সমাধানে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসসহ সরকারি বেসরকারি  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার গণমাধ্যমকর্মীরা।

সভার আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীরা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানের দিক তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আল আমীন বলেন, “সীমান্তবর্তী উপজেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও মাদক নির্মূলসহ সমাজের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি সভায় আলোচিত বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করে বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভাটি শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *