আবু সাইদ শওকত আলী বিশেষ প্রতিনিধি:- উচ্চমূল্যের আমদানিনির্ভর ভেষজ উদ্ভিদসমূহের দেশীয় ও জৈব চাষাবাদে গুরুত্বারোপ করে
ঝিনাইদহে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) দুপুরে শহরের ফুড
সাফারি মিলনায়তনে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)-এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল:
বাংলাদেশে ক্রমবর্ধমান ভেষজ ওষুধ শিল্পের চাহিদা পূরণে আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় পর্যায়ে জৈব পদ্ধতিতে ভেষজ উদ্ভিদের চাষাবাদ বাড়ানো এবং কৃষি উদ্যোক্তাদের এ খাতে সম্পৃক্ত করা।
কর্মশালায় সভাপতিত্ব করেন:
বামা’র কেন্দ্রীয় সভাপতি, খ্যাতনামা আয়ুর্বেদিক গবেষক ও চিকিৎসক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ঝিনাইদহের ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপারিনটেনডেন্ট) সিরাজুম মনিরা।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন:জেলা ঔষধ পরিদর্শক ইকরামুল করিম,সেতু ড্রাগ ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক আহম্মদ আলী বিশ্বাস,বামা’র নির্বাহী সদস্য এ বি এম জাহাঙ্গীর,
কর্মশালার সঞ্চালনায় ছিলেন:বামার বিভাগীয় প্রধান আকরাম হোসেন
স্বাগত বক্তব্য প্রদান করেন: সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান
বক্তারা তাদের বক্তব্যে যা তুলে ধরেন:
বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর শত শত কোটি টাকার ভেষজ কাঁচামাল ভারত, চীন ও অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়, যা বৈদেশিক মুদ্রার ওপর
চাপ সৃষ্টি করছে। অথচ দেশে অনুকূল আবহাওয়া ও উর্বর মাটি থাকায় তুলসী, অশ্বগন্ধা, বাসক, হরীতকি
, বহেড়া, আমলকি, ব্রাহ্মী, ভৃঙ্গরাজসহ বহু ভেষজ উদ্ভিদ জৈব উপায়ে চাষাবাদ সম্ভব।
তাঁরা বলেন, আধুনিক কৃষি ব্যবস্থার পাশাপাশি ভেষজ চাষকে কৃষির একটি স্বতন্ত্র ও লাভজনক উপখাত
হিসেবে বিবেচনা করতে হবে। এর জন্য প্রয়োজন সচেতনতা, প্রশিক্ষণ ও প্রণোদনার।
বক্তারা আরও বলেন:জৈব কৃষির মাধ্যমে উৎপাদিত ভেষজ উদ্ভিদ ও কাঁচামাল গুণগত মানে উৎকৃষ্ট এবং স্বাস্থ্যঝুঁকিহীন।স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদন হলে ঔষধ কোম্পানির উৎপাদন খরচ কমবে।কৃষকের জন্য নতুন আয়ের উৎস তৈরি হবে এবংকর্মসংস্থানের সুযোগ বাড়বে।
আলোচনায় উঠে আসে প্রস্তাব:
১. সরকারিভাবে ভেষজ চাষে প্রশিক্ষণ ও প্রণোদনা চালু করা ২. জেলার প্রতিটি উপজেলায় ভেষজ চাষের
জন্য উপযোগী জমি চিহ্নিত করা ৩. কৃষি ও বন বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সম্প্রসারণ ৪. বাজারজাতকরণে ভ্যালু চেইন তৈরি