অভয়নগরে কৃষক দলনেতা তরিকুল হত্যা: পলাতক আসামি পল্লব বিশ্বাস ওরফে সুদিপ্ত গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলায় কৃষক দলের প্রভাবশালী নেতা তরিকুল ইসলাম হত্যা মামলার

অন্যতম প্রধান আসামি পল্লব বিশ্বাস ওরফে সুদিপ্ত (২৭) অবশেষে পুলিশের জালে ধরা

পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ

টিম সোমবার (২৩ জুন ২০২৫ খ্রিঃ) রাতে মণিরামপুর উপজেলার সুজাতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অভিযানটি পরিচালনা করেন যশোর ডিবির অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঁইয়া,

এসআই (নিঃ) অলক কুমার দে, পিপিএম, এসআই (নিঃ) শিবু মন্ডল এবং তাদের সঙ্গীয়

ফোর্স। অভিযানে নেতৃত্ব দেওয়া টিমটি গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর পল্লব

বিশ্বাসকে তার নিজ এলাকা মণিরামপুর থানাধীন সুজাতপুর গ্রাম থেকে গ্রেফতার করে। সে ওই গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত পল্লব বিশ্বাস একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র, খুন ও মাদকের ৫টি মামলার রেকর্ড রয়েছে।

গ্রেফতারের পর ডিবি পুলিশ তাকে যশোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করে। পরে আদালতে দেওয়া

জবানবন্দিতে সে অভয়নগর থানার আলোচিত কৃষক দলনেতা তরিকুল ইসলাম হত্যা মামলায়

তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের পেছনের কারণ,

পরিকল্পনা এবং অন্যান্য জড়িতদের তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, তরিকুল ইসলাম (৪২) অভয়নগর উপজেলায় কৃষক দলের একজন সক্রিয় ও

জনপ্রিয় নেতা ছিলেন। চলতি বছরের শুরুর দিকে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তার

হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ মামলায় আরও কয়েকজন আসামি পলাতক রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে,

তাদেরও আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তরিকুল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই দ্রুত পদক্ষেপকে

সাধুবাদ জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *