চুয়াডাঙ্গায় নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গঞ্জেরখবর ডেস্ক:-

আজ ২৪ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বিকেল ৪:০০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল নিকাহ রেজিস্ট্রার (কাজী)

এবং হিন্দু বিবাহ নিবন্ধকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক

জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় জেলা প্রশাসক বাল্যবিবাহ প্রতিরোধ, তালাক সংক্রান্ত নীতিমালা এবং নিকাহ ও তালাক

নিবন্ধনের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার ও বিবাহ

নিবন্ধকদের সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

তিনি রেজিস্ট্রারগণকে বাল্যবিবাহ সংক্রান্ত তথ্য যাচাইয়ে অধিকতর সতর্ক হওয়ার আহ্বান জানান এবং তালাক রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আইনি বিধান

যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও

বেসরকারি সংস্থার সমন্বয়ে প্রচার-প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন:জনাব নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,

চুয়াডাঙ্গা,জনাব মোঃ লোকমান হোসেন, জেলা রেজিস্ট্রার, চুয়াডাঙ্গা,জনাব মাকসুরা জান্নাত,

উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, চুয়াডাঙ্গা,জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

আলোচনায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে নিকাহ ও তালাক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে

চ্যালেঞ্জগুলো দেখা দেয়, তা নিয়ে উন্মুক্তভাবে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা অংশগ্রহণকারীদের নানা প্রশ্ন ও সমস্যার জবাব দেন এবং ভবিষ্যতে আরও কার্যকর সমন্বয়ের আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, এই ধরনের মতবিনিময় সভা জেলা প্রশাসনের সুশাসন ও জনগণকে উন্নত সেবা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *