জীবননগর উথলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন  সাবেক ব্যাংকার সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উথলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উথলী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ।

মঙ্গলবার (২৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের (গাজীপুর) ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে কলেজ পরিচালনা কমিটির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। দুই বছরের জন্য গঠিত এই কমিটির বিষয়ে নিশ্চিত করেছেন উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আক্রাম হোসেন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবদুল্লাহকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদসহ স্থানীয়

বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি উথলী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি জান্নাতুল খাদরা দাখিল মাদরাসা, সেনেরহুদার এ্যাডহক কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

নতুন গভর্নিং বডির সদস্যরা জানান, প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তারা সকলে একযোগে কাজ করবেন। কলেজের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্পন্ন শিক্ষায় গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ ও পরিচালনা কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *