জীবননগর বাজারে টাস্কফোর্সের অভিযানে ২২৮ কেজি নিষিদ্ধ জাল জব্দ, দুইজনকে অর্থদণ্ড

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগরে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা টাস্কফোর্স। অভিযানে ২২৮ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে এবং দুই ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে জীবননগর বাজার এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানের পরপরই হেলিপোর্ট মাঠে জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্‌বুবা মঞ্জুর মৌনা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জুয়েল শেখ, বিজিবি এবং পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, “মৎস্য সম্পদ  রক্ষা এবং  অবৈধ জাল  ব্যবহার  রোধে  নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে ১০০ কেজি কারেন্ট জাল ও ১২৮ কেজি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জব্দকৃত জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। অবৈধ মাছ ধরার সরঞ্জাম ও কার্যকলাপ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের মাধ্যমে ছোট মাছসহ বিভিন্ন প্রজাতির পোনা নিধন হওয়ায় তা নিষিদ্ধ করেছে সরকার। এসব জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *