জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাখিভ্যানের ধাক্কায় তানিম (০৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হাসাদহ–কানাইডাঙ্গা পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিহত শিশু তানিম তার মা তানিয়ার সাথে নানা বাড়ি মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে নিজ বাড়ি হাসাদহ পনেরসুতি গ্রামে ফিরছিল।
পথিমধ্যে হাসাদহ-কানাইডাঙ্গা সড়কের পাশে একটি দোকানে মিষ্টি কেনার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি পাখিভ্যানের ধাক্কায় শিশু তানিম গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে তার মা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তামিম মারা যায়।
দুর্ঘটনার বিষয়ে নিহত শিশুর বাবা মাসুদ রানা (২২) জীবননগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে থানায় একটি অপমৃত মামলা হয়েছে।
ঘটনার পর জীবননগর থানা পুলিশের এসআই (নিঃ) মো. মিজানুর রহমান বিকাল ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত তানিমের বাড়ি হাসাদহ পনেরসুতি, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা। তার বাবা মাসুদ রানা ও মা তানিয়া এই দুর্ঘটনার পর থেকে শোকে ভেঙে পড়েছেন।
নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করেছে।
এই ঘটনায় এখনো কাউকে চিহ্নিত বা আটক করা সম্ভব হয়নি। পাখিভ্যান চালকের পরিচয় অজ্ঞাত রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে থানায় অপমৃত মামলা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।