জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে ধূমপান ও তামাকজাত দ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তামাকবিরোধী
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও সংশ্লিষ্ট বিধিমালা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন
উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীরা মুক্ত আলোচনায় অংশ নেন। এছাড়াও আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা
আলমগীর হোসেন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, এবং অন্যান্য কর্মকর্তারা।
পুরো প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল আমীন বলেন, “তামাক হৃৎপিণ্ড, লিভার ও ফুসফুসের জন্য অত্যন্ত
ক্ষতিকর। ধূমপানের কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যানসার এবং শ্বাসতন্ত্রজনিত রোগের ঝুঁকি বহুগুণে
বাড়ে। শুধু ধূমপানকারীর নয়, তার পাশে থাকা মানুষেরও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
এজন্য পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ এবং শাস্তির বিধান রয়েছে।”
তিনি আরও বলেন, “তামাক গর্ভবতী নারীর জন্য মারাত্মক ক্ষতিকর। এটি গর্ভপাতের ঝুঁকি বাড়ায় এবং গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত করে।”
সমাপনী বক্তব্যে ইউএনও জীবননগর উপজেলায় তামাক চাষ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সবাইকে
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তামাকের ক্ষতিকর দিকগুলো সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচারের উপর জোর দেন।
প্রশিক্ষণ কর্মসূচিটি উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।