আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহে চাঁদাবাজি মামলার এক স্বাক্ষীকে আদালত চত্বরে মারধর ও হত্যার হুমকি দেওয়ার
অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী
স্বাক্ষী। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বুধবার (২৫ জুন) বিকেলে ঝিনাইদহ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডাকবাংলা বাজারের কাজী সড়কে ২০২৪ সালে
চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির চার্জ গঠন শুনানির দিন ছিল বুধবার।
আদালতে চার্জ গঠনের সময় আসামিপক্ষের কয়েকজন—আবুল কালাম ওরফে বাবুল মাস্তান,
মোমিন ড্রাইভার, সালাম, ও কাজী আব্বাস ওরফে
পিলু চাঁদাবাজি মামলার প্রধান স্বাক্ষী কাজী ফারুককে নানা ভাবে হুমকি দিতে থাকে।
আদালত থেকে বের হওয়ার পরপরই আসামিরা তাকে ঘিরে ফেলে এবং প্রকাশ্যে বেধড়ক মারধর করে।
এ সময় তারা ফারুককে হুমকি দেয়”আবার স্বাক্ষী দিতে এলে প্রাণে মেরে ফেলা হবে।”
ভুক্তভোগী কাজী ফারুক বলেন,আমি আদালতের একজন স্বাক্ষী। নির্ভয়ে আদালতে গিয়ে সাক্ষ্য
দিয়েছিলাম বলেই আমাকে আজ হুমকি ও হামলার শিকার হতে হয়েছে।
আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।
ঘটনার পর তিনি বিষয়টি কোর্ট ইন্সপেক্টরকে জানালে থানায় জিডি করার পরামর্শ দেন তিনি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,আদালত চত্বরে হামলার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি
হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া
হবে। এ ঘটনায় বিচারপ্রার্থী সাধারণ মানুষ আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।