জীবননগরে জাতীয় মাদক বিরোধী দিবস পালন: জামায়াতের প্রতিশ্রুতি সরকার গঠন করলে মাদক নির্মূল করা হবে

জীবননগর অফিস:
বাংলাদেশ  জামায়াতে  ইসলামী  সরকার  গঠন করলে সমাজ থেকে মাদক নির্মূল করা হবে এমন ঘোষণা দিয়েছেন দলটির চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমীন।

জাতীয় মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে জীবননগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৫ টার সময় জীবননগর পাইলট হাইস্কুল মাঠ থেকে একটি

বিশাল মাদক বিরোধী র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে এসে শেষ হয়।

সমাবেশে  সভাপতিত্ব  করেন  উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর রুহুল আমীন বলেন,

“৭১ সালের পর থেকে দেশে রাজনৈতিক ছত্রছায়ায় এক শ্রেণির চক্র মাদক ব্যবসা
চালিয়ে আসছে।

জামায়াতে ইসলামী সরকার গঠন করলে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি

গ্রহণ করা হবে। মাদক ব্যবসায়ীদের আইনের
আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক, বিশেষ করে ইয়াবা, সহজলভ্য হয়ে

উঠেছে। হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। প্রশাসনকে মাদক চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা বায়তুলমাল সম্পাদক কামাল হোসেন,

জেলা মাজলিসুল মুফাসসিরীনপরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান,

জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন,

সহকারী সেক্রেটারি মাওলানা আবুবকর, মাওলানা সাইদুল হক, আইটি সম্পাদক হারুন অর রশিদ,

পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি কামাল উদ্দিন,বিভিন্ন ইউনিয়নের আমীর ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব জামায়াতের নেতৃবৃন্দ পৌর যুব সভাপতি আরিফুল ইসলাম

জোয়ার্দ্দার, যুবনেতা মোমিনুল ইসলাম, আব্দুল মোতালেব, সোহাগ হোসেন, হাসান শাহরিয়ার,

মোস্তাফিজুর রহমান মিলন, আহাদ আলী, হাবিবুর রহমান তারিপ, জাহিদ হোসেন, এলাহী মন্ডল,

আহাদ আলী এবং আব্দুর রহমান মাস্টারসহ
শতাধিক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং যুব সমাজকে এর ছোবল থেকে রক্ষায়

সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে

আয়োজিত এ কর্মসূচি এলাকায় সচেতনতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *