সুটিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের সুটিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বী

জনগোষ্ঠীর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টায় গ্রামের একটি ধর্মীয় উপাসনালয়ে এই সভা আয়োজন

করা হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও আসন্ন

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী জননেতা মোঃ রুহুল আমিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন,৫ আগস্টের ঘটনার পর জামায়াতে ইসলামী যেভাবে সনাতন ধর্মাবলম্বীদের

পাশে দাঁড়িয়েছে, তা অন্য কোনো রাজনৈতিক দল করেনি। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে।

আমরা সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে আছি এবং থাকব। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন,

সুখে-দুঃখে আমাদের জানালে সর্বোচ্চ প্রচেষ্টায় পাশে থাকব।”

সভায় উপস্থিত স্থানীয়রা তাদের সামাজিক ও ধর্মীয় সমস্যা, প্রত্যাশা এবং সহাবস্থান নিয়ে নানা

প্রশ্ন রাখেন। জেলা আমির তাদের সকল বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয়

সহায়তার আশ্বাস দেন।মতবিনিময় সভা শেষে মোঃ রুহুল আমিন জীবননগর পাইলট স্কুল মাঠে আয়োজিত মাদকবিরোধী যুব র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে সমাপনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,“মাদক আজ যুবসমাজকে গ্রাস

করছে। এই ভয়াবহতা থেকে জাতিকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসাথে কাজ

করতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”

পরে তিনি আলীপুর বাজারে গণসংযোগে অংশ নেন এবং বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় জেলা জামায়াতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তার সফরসঙ্গী ছিলেন। উপস্থিত ছিলেন জেলা

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাহফুজুর রহমান,জেলা মাজলিসুল

মোফাসসিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান,জেলা বায়তুলমাল সম্পাদক মোঃ কালাম উদ্দিন,উপজেলা জামায়াতের আমির মাওলানা

সাজেদুর রহমান,উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন,উপজেলা সেক্রেটারি

মোঃ সাখাওয়াত হোসেন,সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক,উপজেলা যুব

বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন,এবং ইউনিয়ন ও পৌর শাখার শুরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জামায়াতের এমন অংশগ্রহণমূলক এবং সম্প্রীতিপূর্ণ কার্যক্রমকে

স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।

এই মতবিনিময় সভা ও গণসংযোগ কার্যক্রম জামায়াতে ইসলামীর ধর্মীয় সহাবস্থান,

সম্প্রীতি ও সামাজিক সচেতনতামূলক রাজনীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মত দিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *