চুয়াডাঙ্গা প্রতিনিধি:
দীর্ঘ ৩৫ বছরের সুনাম, নিরপেক্ষতা ও পাঠকের ভালোবাসা নিয়ে পথচলা অব্যাহত রেখেছে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পত্রিকা দৈনিক মাথাভাঙ্গা। ১৯৯১ সালের ১০ জুন চুয়াডাঙ্গা থেকে প্রথম প্রকাশিত হয় এ পত্রিকাটি।
শুধু চুয়াডাঙ্গা নয়, প্রতিবেশী মেহেরপুর ও ঝিনাইদহ জেলায়ও এটি ছিল প্রথম দৈনিক
পত্রিকা—যা নিঃসন্দেহে এ অঞ্চলের গণমাধ্যম ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা।
গত ১০ জুন ২০২৫, মাথাভাঙ্গা তার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করে। এ উপলক্ষ্যে
আজ ২৮ জুন চুয়াডাঙ্গা শহরে পত্রিকার আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়, যেখানে অংশ নেন পত্রিকার
সম্পাদক, সাংবাদিক, লেখক, বিজ্ঞাপনদাতা, বিক্রয় প্রতিনিধি, পাঠক ও নানা শ্রেণিপেশার মানুষ। র্যালিটি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে পত্রিকা কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট
সাংবাদিক, বুদ্ধিজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, “দৈনিক মাথাভাঙ্গা শুধু একটি সংবাদপত্র নয়, এটি দক্ষিণাঞ্চলের
মানুষের মুখপত্র, ন্যায়ের কণ্ঠস্বর।এটি
গণমানুষের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয় এবং দেশ-সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
এছাড়াও আলোচনায় উঠে আসে এই দীর্ঘ ৩৫ বছরে দৈনিক মাথাভাঙ্গা যেসব চ্যালেঞ্জ
মোকাবেলা করে আজকের অবস্থানে এসেছে, তার কথাও। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে
অনলাইন সংস্করণ চালু করা, প্রিন্টিং মান উন্নয়ন, সংবাদ পরিবেশনের গুণগত মান বজায় রাখা এবং পাঠকের চাহিদা মেটানো ছিল সবসময়ই অগ্রাধিকার।
এ শুভ দিনে দৈনিক মাথাভাঙ্গা পরিবারের পক্ষ থেকে পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মী, বিক্রয়
প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।
পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, “আপনাদের ভালোবাসা ও আস্থাই আমাদের এগিয়ে চলার
প্রেরণা। আগামী দিনগুলোতেও আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনাদের পাশে থাকতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তথ্য, ন্যায়, সত্য এবং দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দৈনিক মাথাভাঙ্গা আগামীর
পথচলায়ও দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকারের পক্ষে সোচ্চার থাকবে এই প্রত্যাশা সকলের।