গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের  গৌরীপুর পৌরসভার  ২০২৫-২৬  অর্থ বছরের  জন্য ৫২ কোটি  টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।

ঘোষিত বাজেটে মোট সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৪১১ টাকা ১১ পয়সা। অপরদিকে, ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা। ফলে বাজেটে ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৪১১ টাকা ১১ পয়সার উদ্বৃত্ত (স্থিতি) দেখানো হয়েছে।

বাজেট ঘোষণাকালে সুনন্দা সরকার প্রমা বলেন, “এ বাজেট গৌরীপুর পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে একটি বাস্তবসম্মত ও জনমুখী রূপরেখা। আমরা অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, সহকারী প্রকৌশলী মদন দাস, উপজেলা প্রকৌশলী অসিত বর্মন, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাফুজ ইবনে ইউসুফসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণার পর অংশগ্রহণকারীরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাজেট বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *