জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসনের কোয়ার্টারে এক সাহসিক চুরির ঘটনা ঘটেছে। পল্লী
জীবিকায়ন প্রকল্প (বিআরডিবি) এর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোছা: মুক্তা খাতুনের ফাঁকা সরকারি বাসায়
এ চুরির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টা থেকে রোববার (২৯ জুন)
দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এই চুরি সংঘটিত হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রকল্প কর্মকর্তা মোছা: মুক্তা খাতুন ছুটির কারণে শুক্রবার বিকেলে
তার নিজ বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল গ্রামে চলে যান। রোববার সকালে তিনি সরাসরি
অফিসে যোগ দেন। পরে দুপুর ১২টার দিকে সরকারি বাসভবন—উপজেলা কোয়ার্টারের ‘সুরমা গ’ ভবনে
ফিরে গিয়ে দেখতে পান বাসার তালা ভাঙা এবং ভেতরে ঢুকে চরম বিস্ময়ে লক্ষ্য করেন আলমারির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
পরবর্তীতে দেখা যায়, চোরেরা আলমারি ভেঙে
ভেতরে রাখা স্বর্ণালংকার—দুই জোড়া সোনার কানের দুল, দুইটি সোনার চেইন ও চারটি সোনার আংটি মোট ৩ ভরি ওজনের স্বর্ণ চুরি করে নিয়ে গেছে।
চুরির ঘটনায় হতভম্ব প্রকল্প কর্মকর্তা মুক্তা খাতুন বলেন, “এটা খুবই দুঃখজনক। আমি থানায় লিখিত
অভিযোগ করেছি। কোয়ার্টার এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।”
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন,
“চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসনসহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সুরক্ষিত সরকারি বাসভবনে
এমন চুরি কীভাবে সম্ভব হলো—সে প্রশ্নও উঠছে জনমনে।