জীবননগরে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলায়

উৎসাহিত করতে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৯ জুন) সকালে বাঁকা ইউনিয়ন পরিষদ

চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।

বাঁকা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিটি প্রতিষ্ঠানে ক্রিকেট ব্যাট, বল,

স্টাম্প, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন র‌্যাকেটসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা প্রকৌশলী মো. মাহবুবউল হক,

বাঁকা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা

সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল, বাঁকা ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আবুল কাশেম এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম।

ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউএনও মো. আল আমীন বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। প্রযুক্তির আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে মাঠমুখী করা জরুরি।”

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তারা জানান, নতুন ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত এবং নিয়মিত খেলাধুলার সুযোগ পেয়ে পড়ালেখার পাশাপাশি শরীরচর্চাও বাড়বে।

স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *