তারেক রহমানের ৩১ দফা প্রচারে গৌরীপুরে দ্বারে দ্বারে অ্যাডভোকেট নুরুল হক

ময়মনসিংহ অফিস :

রাষ্ট্র কাঠামো সংস্কারের  লক্ষ্যে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নুরুল হক প্রতি শুক্রবার ও শনিবার গৌরীপুর পৌরসভা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন। তিনি স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করছেন এবং ছোট ছোট পথসভায় অংশ নিচ্ছেন।

গণসংযোগকালে তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “দেশে এখন গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকারের চরম সংকট চলছে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। বিএনপি সেই লক্ষ্যেই আন্দোলন করে যাচ্ছে।”

বিগত ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপির হাজারো নেতাকর্মী মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, আহত-নিহত হয়েছেন। কিন্তু তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে একচুলও সরে যাননি।”

গণসংযোগ কর্মসূচিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। স্থানীয় জনগণের সাথেও তারা মতবিনিময় করছেন এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির অবস্থান তুলে ধরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *