কোটচাঁদপুরে প্রভাবশালী মিন্টু ঢালি যাতায়াতের রাস্তা বন্ধকরে প্রাচীর নির্মাণ, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০ টি পরিবারের রাস্তা বন্ধ করে দিয়েছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা

মাজেদুল ইসলাম মিন্টু। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বলুহর ইউনিয়নের বলুহর ঢালীপাড়ার

আব্দুল আজিজ সহ ১২ টি পরিবারের চলাচলের রাস্তাটি তোফাজ্জেল ঢালীর ছেলে মাজেদুল ইসলাম

মিন্টু কলাম করে প্রাচীর নির্মাণ করে বন্ধ করে দিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে ঢালী পাড়ার ১০ থেকে ১২টি ঘরের মানুষ মিন্টুর বাড়ির পার্শ্ববর্তী

ফাঁকা জায়গা দিয়ে যাতায়াত করে এবং উক্ত ফাঁকা জায়গাটি ওই পরিবারগুলোর যাতায়াতের একমাত্র রাস্তা। তাদের সন্তানরা সহ এলাকার আরও কোমলমতি শিশুরা উক্ত রাস্তা দিয়ে স্কুল সহ বাজারে যাতায়াত করে থাকে। কিন্তু বিগত ০২ (দুই) বছর পূর্বে উক্ত জমি মিন্টু ক্রয় করে। বিগত ০৪ (চার) মাস পূর্বে উল্লেখিত মিন্টু হঠাৎ করেই উক্ত চলাচলের রাস্তাটি পাঁকা প্রাচীর দিয়ে আটকিয়ে দেয়। স্থানীয় লোকজন সকলে মিন্টুর সাথে কথা বলে এবং তাদের চলাচলের রাস্তাটি ছেড়ে দিয়ে কাজ করার জন্য অনুরোধ করে। কিন্তু মিন্টু তাদের কোন কথাই কর্ণপাত করেন না। এতে যাতায়াতের সমস্যার সম্মুখিন হচ্ছেন পরিবারগুলো। কিন্তু মাজেদুল ইসলাম মিন্টু ক্ষোভন্বিত হয়ে তাদেরকে হুমকি দিচ্ছে এবং তাদের যাতায়াতের জন্য কোন রাস্তা দিতে পারবে না, এতে তারা যেখানে খুশি যেতে পারে। এ ব্যাপারে মাজেদুল ইসলাম মিন্টু ঢালির সাথে কথা বললে তিনি জানান, আমি তাদের চলাচলের রাস্তার জন্য দুই ফিট জমি ছেড়েছি। অথচ সরোজমিনে গিয়ে দেখা যায় সাধারণ মানুষের চলাচলের জন্য তিনি এক ইঞ্চি জায়গাও ছাড়েননি।
এ বিষয়ে বলুহর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওলিয়ার রহমান বলেন, আমি দেখেছি প্রাচীর নির্মাণ করার সময় দুই ফুট ছাড়ার নিয়ম কিন্তু সে এক ইঞ্চি জায়গাও ছাড়েননি।
ওই গ্রামের চঞ্চল মেম্বার জানান শুক্রবার উভয়কে নিয়ে রাস্তার সমস্যার সমাধান করা হবে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা উভয় পক্ষকে পরামর্শ দিয়েছি সামাজিকভাবে বিষয়টি সমাধান করে নিতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *