জীবননগর অফিস:-
১৯৯০ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট মাসে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও
পঙ্গুত্ববরণকারীদের স্মরণে চুয়াডাঙ্গার জীবননগরে দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ
জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা শাখা।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় উপজেলা
জামায়াত কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে
একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন বা পঙ্গু হয়েছেন, তারা দেশের গণতন্ত্র
পুনরুদ্ধারের পথে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাদের আত্মত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক,
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি
মাহফুজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন,উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক,উপজেলা
দায়িতুল মাল সম্পাদক আশাবুল হক মল্লিক,
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল হোসেন,উপজেলা উলামা বিভাগের সভাপতি
মাওলানা আল-আমিন,উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন,জীবননগর পৌর
আমির মাওলানা ফিরোজ হোসেন,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলাম,
আলোচনা পর্ব শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহত ও পঙ্গুদের সুস্থতা এবং দেশের শান্তি
ও স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠান শেষে উপস্থিত
সবাই শহীদদের আত্মত্যাগের গুরুত্ব স্মরণ করে তা থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান।