কোটচাঁদপুরে জুলাই-আগষ্ট গণঅভ্যুস্থানের শহিদদের স্বরনে জামায়াতের দোয়া ও খাবার বিতরণ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝ না।

আল কোরআনের এই মহান বাণী মানুষের মাঝে পৌঁছে দিতে 

ঝিনাইদহের কোটচাঁদপুরে জুলাই-আগস্ট

গণঅভ্যুস্থানে শহিদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের উদ্দেশ্যে দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

৩ জুলাই( বৃহস্পতিবার) দুপুর ২.০০ ঘটিকায় স্থানীয় আল-ফালাহ ইসলামী সেন্টারে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আয়োজনে ওই খাবার বিতরণ করা হয়।

এ সময় প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ-৩

(কোটচাঁদপুর -মহেশপুর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,মোয়াবিয়া হোসেন, নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, কোটচাঁদপুর

উপজেলা শাখা, শরিফুল ইসলাম, সম্পাদক, যুব মিডিয়া ও সাংস্কৃতি বিভাগ, কোটচাঁদপুর উপজেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বায়তুল

মাল সম্পাদক মাষ্টার রেজাউল ইসলাম, পৌর শাখার ছাত্রশিবির সভাপতি হাফেজ মাওলানা সোহেল

হোসেন ও হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহিদ ও আহতদের

আত্মত্যাগ এবং তাদের পরিবারের কষ্টের কথা তুলে ধরেন। তারা বলেন আসলে ‘ছাত্র-জনতার এই আত্মত্যাগ জাতির জন্য হলো একটি অনুপ্রেরণা।

তাদের স্মরণে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। 

সভাপতিত্ব করেন,কোটচাঁদপুর উপজেলা শাখার আমির মাওঃ তাজুল ইসলাম, ও সঞ্চালনায় ছিলেন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *