বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাস্তপুর গ্রামে বৈদ্যুতিক ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই
পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই)বিকেল ৪টার দিকে নিজ বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,বাস্তপুর গ্রামের মৃত ইসাহাক মণ্ডলের ছেলে আক্তারুজ্জামান (৫৫) ও তার সেজো ভাই
আলম হোসেন (৪০)। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বিকেলেআক্তারুজ্জামান বাড়ির উঠানে গবাদিপশুর জন্য বৈদ্যুতিক ঘাস
কাটার মেশিনে ঘাস কাটছিলেন। হঠাৎ মেশিনটি বিদ্যুতায়িত হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পাশে থাকা ছোট ভাই আলম হোসেন তাকে রক্ষা করতে গেলে তিনিও মেশিনটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের
চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ জানান, বিকেল ৫টার দিকে আক্তারুজ্জামানকে মৃত অবস্থায়
হাসপাতালে আনা হয়। একইভাবে আলম
হোসেনকেও দেরি না করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, তাকেও মৃত ঘোষণা করা হয়।
একই পরিবারের দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান এবং প্রশাসনের পক্ষ থেকে সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করেন।
এই দুর্ঘটনা আবারও গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের নিরাপত্তা বিষয়ে প্রশ্ন
তুলেছে। অনেক সময় পুরনো ও অরক্ষিত তার বা নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের ফলে এ ধরনের
মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত বৈদ্যুতিক লাইন ও যন্ত্রপাতির নিরাপত্তা
পরিদর্শন এবং ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।