ভারতের গুজরাট থেকে ফেরত ৫ বছর পর, পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

জীবননগর অফিস :-

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড

বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা

হয়েছে। গত ২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জীবননগর উপজেলার সীমান্ত

ইউনিয়নের বেনিপুর বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেনিপুর বিওপি সীমান্তের ৬২/২ মেইন পিলার এলাকায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮

বিজিবি) আওতাধীন ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ শরাফত আলীর নেতৃত্বে বিজিবির একটি দল উপস্থিত

ছিল। অপরদিকে ভারতীয় ১৯৪ পুটিখালী বিএসএফ কোম্পানির টহল দল উপস্থিত থেকে পতাকা বৈঠকের

মাধ্যমে ওই দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফেরত আসা দু’জন হলেন খুলনার দিঘলিয়া উপজেলার

বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা আলমগীর শেখ (৫৮) ও তার স্ত্রী খাদিজা বেগম (৪৩)। তারা ৫ থেকে ৭ বছর

আগে অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গুজরাট রাজ্যের আহমেদাবাদ এলাকায়

বসবাস করছিলেন। সেখানে মুসলিম সম্প্রদায়ের দোকান ও গৃহস্থালির কাজে তারা যুক্ত ছিলেন।

সম্প্রতি ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে তারা আটক হন এবং বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হয়ে বিএসএফের কাছে হস্তান্তরিত হন।

পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের পর বিজিবি

দুইজনকে জীবননগর থানা পুলিশের কাছে রাত সাড়ে ১১টার দিকে হস্তান্তর করে, যা জীবননগর থানায়

সাধারণ ডায়েরি (জিডি) নং-৭০, তারিখ ০২.০৭.২০২৫ খ্রিস্টাব্দ হিসেবে নথিভুক্ত হয়।

ওসি মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে পুলিশ তাদের নাম-ঠিকানা যাচাই করে এবং পরবর্তীতে

মানবিক দিক বিবেচনায় তাদের নিজ সন্তানদের জিম্মায় হস্তান্তর করে।

ঘটনার বিষয়ে জীবননগর থানা পুলিশের ডিউটি অফিসার এসআই (নিঃ) মোঃ বজলুর রহমান জানান,

“বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। সীমান্ত নিরাপত্তা ও মানবিক দিক বিবেচনায় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে

হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।”উল্লেখ্য, ভারত থেকে অবৈধভাবে যাওয়া বাংলাদেশি নাগরিকদের

ফেরত আনার ক্ষেত্রে বিজিবি ও বিএসএফের মধ্যে এ ধরনের পতাকা বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *