কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সাবেক নেতার মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া গোটা জেলায় নেমে এসেছে শোকের মাতম

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক থানা সেক্রেটারি ও বাংলাদেশ

ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ শাখার সাবেক সভাপতি মো. আজিজ ইন্তেকাল করেছেন

(ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, আজিজ দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরিবারের দাবি,

রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে একাধিকবার হয়রানি ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে, যার প্রভাবেই ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে।

আজিজ ১৯৯২-৯৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ থানা শাখার সভাপতি হিসেবে

দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ ১৩ বছর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ থানা

সেক্রেটারি এবং পরে দুই বছর নায়েবে আমিরের দায়িত্বে ছিলেন। তিনি দলীয়ভাবে উপজেলা পরিষদ

ভাইস চেয়ারম্যান পদে ‘বই’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণও করেন। ২০১৬ সাল থেকে তাঁর বিরুদ্ধে

একাধিক রাজনৈতিক মামলা হয়, যার জেরে তাঁকে গ্রেফতার ও রিমান্ডের মুখোমুখি হতে হয়।

রাজনীতি ছাড়াও আজিজ একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি চাঁচড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা বিষয়ে শিক্ষকতা করতেন। শিক্ষকতার

পাশাপাশি সমাজসেবামূলকও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।

মৃত্যুর পর বাদ আসর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং

দ্বিতীয় জানাজা শেষে তাঁকে তাঁর নিজ গ্রাম চাঁদবা একতারপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, শিক্ষক, ছাত্র ও এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর বলেন,আজিজ ছিলেন কর্মনিষ্ঠ,

সুসংগঠিত ও আত্মত্যাগী নেতা। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। জেলা সেক্রেটারি আব্দুল

আউয়াল বলেন,সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা ও নৈতিকতা ছিল অনুসরণীয়। তিনি ছিলেন এক নিঃশব্দ প্রভাবশালী কর্মী।

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব বলেন,আজিজ ছিলেন

আদর্শনিষ্ঠ ও দৃঢ়চেতা এক সংগ্রামী। রাজপথ থেকে চিন্তার জগৎ সবখানেই তাঁর উপস্থিতি ছিল বলিষ্ঠ।

তাঁর মৃত্যুতে আমরা হারালাম একজন পরীক্ষিত সহযোদ্ধাকে।

আজিজের মৃত্যুতে কালীগঞ্জসহ গোটা জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ জামায়াতে

ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ

করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *