মহেশপুরে মুদি ব্যবসায়ীর ওপর ডাকাতির হামলা: মোটরসাইকেল, মোবাইল, নগদ টাকা ও দোকানের চাবি লুট, আহত ব্যবসায়ী হাসপাতালে ভর্তি

মহেশপুর প্রতিনিধি:-

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক মুদি ব্যবসায়ী ডাকাতের কবলে পড়েছেন। এ ঘটনায়

তার মোটরসাইকেল, মোবাইল ফোন, দোকানের চাবি ও নগদ টাকা ছিনতাই করা হয়েছে। আহত

অবস্থায় তিনি বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে ৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে। জানা গেছে, উপজেলার

ফতেপুর নিমতলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় মুদি ব্যবসায়ী আব্দুস সামাদ প্রতিদিনের মতো

মহেশপুর বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়ি ফিরছিলেন। পথে ফতেপুর নিমতলা পাড়ার নিকটবর্তী স্থানে পৌঁছালে একদল

দুর্বৃত্ত পথরোধ করে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা

নগদ ১৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, দোকানের চাবি ও তার ব্যবহৃত ১২৫ সিসি

ডিসকভার মোটরসাইকেল (নং: ঝিনাইদহ-হ-১৪-০৪৪৪, কালো রঙের) ছিনিয়ে নেয়।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায়

আব্দুস সামাদকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে সামাজিক

যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে ঘটনাটি জানান এবং তার বাবার ব্যবহৃত

মোটরসাইকেলটির কাগজের ছবি সংযুক্ত করেন। তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন,

গাড়িটির নম্বর প্লেট (ঝিনাইদহ-হ-১৪-০৪৪৪) দেখলে যেন স্থানীয় প্রশাসন বা পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। একই সঙ্গে তিনি পোস্টটি

বেশি বেশি শেয়ার করে দৃষ্টিগোচরে আনার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে থানায় মামলা হয়েছে কি না বা পুলিশি তদন্তের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিক ভাবে

নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি—রাতের নিরাপত্তা জোরদার করা হোক এবং দ্রুত

দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *